Health Care Rdf - High-Quality Image

স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী (আরডিএফ)

করোনা ভাইরাস যাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ মহামারী হিসেবে ঘোষণা করে। এই ভাইরাসের কারণে মার্চ ২০২০ সাল হতে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ১৫৯টি দেশে সংক্রামিত হয়। ফলশ্রæতিতে লক্ষ লক্ষ মানুষ প্রাণহানি ঘটে এবং কোটি কোটি মানুষ কর্মহারা হয়ে অতি কষ্টে জীবন অতিবাহিত করছে। বাংলাদেশ সরকারের করোনাভাইরাস সংক্রমণকে প্রতিরোধের লক্ষ্যে অতি গুরুত্বের সঙ্গে বিভিন্ন প্রতিরোধ মূলক কর্মসূচী গ্রহণ করে। আরডিএফ বাংলাদেশের অন্যান্য এনজিও, ওদের মতো বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। এই কর্মসূচীর আওতায় সচেতন মুলক কার্যক্রম হিসেবে পোষ্টার, ব্যানার ও ফেস্টুন তৈরী করে কর্ম এলাকার মানুষকে সচেতন করার প্রয়াস চালায়, মানুষের জীবন প্রণালি কোভিড-১৯ প্রতিরোধমূলক হওয়ার ঘরে খাবার নিরিক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দ ব্যক্তিগতভাবে পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়ে থাকে। মানুষের জীবন প্রণালি ও সামাজিক আচার আচরণ যথাযথ করার লক্ষ্যে মাইকিং ও ফেসবুকের মাধ্যমে সচেতন করা হয়। আক্রান্ত মানুষদেরকে সরকারিক স্বাস্থ্য সেবা পাওয়ার লক্ষ্যে সরকারি বেসরকারি হাসপাতাল সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। লকডাউন সময়কালীন ১০০ জনের অধিক দরিদ্র মানুষকে এককালীন অর্থ ও খাদ্য সাহায্য প্রদান করে এবং করোনা ভ্যক্সিন/টিকা প্রদানে সহযোগীতা করা হয়।

Share the Post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *