সরকারী নির্দেশনা অনুযায়ী মহামারী করোনা সংক্রমনের কারনে স্কুল বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থাপনায় স্বস্থ্য বিধি মেনে ছাত্র-ছাত্রীদের হোমবেইজ পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও স্থানীয় ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনুদান ও সকলের সহযোগীতায় আরডিএফ লালমাই উপজেলার পেরুল ইউনিয়নে প্রি-স্কুল শিক্ষা কার্যক্রম অব্যহত রাখবে। যাতে ঐ অঞ্চলের দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। ইতি পূর্বে ৪৫০ জন ছাত্র-ছাত্রীকে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে যা আগামীতে এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।